ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে এক শিক্ষার্থীর ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার মামলার তদন্ত প্রতিবেদন দেয়ার তারিখ পিছিয়েছে।
বুধবার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ ছিল। দায়িত্বে থাকা গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা প্রতিবেদন দিতে না পারায় ঢাকা মহানগর হাকিম ইলিয়াস মিয়া ২৫ নভেম্বর নতুন তারিখ দিয়েছেন।
গত ২০ সেপ্টেম্বর রাতে নুরের বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার অভিযোগে লালবাগ থানায় একটি মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সেই সময়ের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে মামলাটি করা হয়েছিল।
নির্যাতন ও নিপীড়নের বিচার চেয়ে ভুক্তভোগী শিক্ষার্থী অবস্থান নিয়েছিলেন। ফাইল ছবি।
নুর ও মামুন ছাড়া মামলার অন্য আসামিরা হলেন একই সংগঠনের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, যুগ্ম-আহ্বায়ক (২) সাইফুল ইসলাম, সহসভাপতি নাজমুল হুদা ও ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে মামলার বাদীকে ‘দুঃশ্চরিত্রা’ বলায় নুরের বিরুদ্ধে ১৪ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেন ওই শিক্ষার্থী।