মৌলভীবাজারের কুলাউড়ায় সিএনজিচালিত অটোরিক্সা ও টমটম চালকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন ১০ জন। এ সময় উভয় পক্ষের ২৭টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
বুধবার দুপুরে কুলাউড়া সদরে এই সংঘর্ষ হয়। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদোস হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতদের প্রথমে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে চার জনকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হয়।
ওসি জানান, বুধবার দুপুরে টমটম চলাচল বন্ধের দাবিতে কুলাউড়া থানার সামনে সিএনজি চালিত অটোরিক্সা চালক ও মালিক সমিতি মানববন্ধন করে। এ সময় একটি টমটম সামনে এলে তারা বাধা দেয়। এরপর টমটম চালকদের সঙ্গে কথাকাটাকাটি হয়।
এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় দুই পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিশোটা নিয়ে হামলা চালায়। ১৭টি সিএনজি ও ১০টি টমটম ভাঙচুর করা হয়।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কিন্তু শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।