চট্টগ্রামের ‘কিশোর গ্যাং লিডার’ হিসেবে পরিচিত রাজু প্রকাশকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১টার দিকে নগরীর চান্দগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৩ রাউন্ড গুলি,একটি বিদেশি পিস্তল ও বৈদ্যুতিক শক দেয়ার একটি যন্ত্র উদ্ধার করা হয়।
রাজুর বাড়ি চান্দগাঁও থানার বহদ্দারহাট কসাইপাড়া এলাকায়। তার বিরুদ্ধে কিশোর গ্যাং পরিচালনা, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান নিউজবাংলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে রাজুর বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানের সময় বাতি নিভিয়ে সে পালানোর চেষ্টা করে। এ সময় বাসার টয়লেট থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে তার বাসা থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও একটি ও শক দেয়ার বৈদ্যুতিক যন্ত্র উদ্ধার করা হয়।
রাজুর বিরুদ্ধে চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় ৫টি মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু কিশোর গ্যাং পরিচালনার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব।