করোনার টিকা না আসা পর্যন্ত মাস্ক পরা বাধ্যতামূলক করতে শিগগির পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় করণীয় নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভায় সভাপতির বক্তব্যে এ কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইউরোপের অনেক দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। সে দেশ নতুন করে লকডাউনে গেছে। আমাদের দেশেও শীতে দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে।
‘দ্বিতীয় ঢেউ মোকাবিলার সক্ষমতা স্বাস্থ্যখাতের থাকলেও মানুষ যদি সচেতন না হয়, স্বাস্থ্যবিধি না মানে তবে ভয়ের আশঙ্কা থেকেই যাচ্ছে।’
জাহিদ মালেক বলেন, ‘করোনা মোকাবেলায় এখন স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। সবার মুখে মাস্ক পরা অত্যন্ত জরুরি। এ কারণে দেশে টিকা না আসা পর্যন্ত মাস্ক পরা বাধ্যতামূলক করতে শিগগির পদক্ষেপ নেয়া হবে।’
সভায় বক্তারা করোনা মোকাবিলায় স্বাস্থ্যখাতের সক্ষমতার প্রশংসা করে তা অব্যাহত রাখার ওপর জোর দেন। শীতকালে সামাজিক অনুষ্ঠানগুলোতে বেশি জনসমাগম যাতে না হয় সেজন্য উদ্যোগ নিতে সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ জানান।
ভার্চুয়াল ওই সভায় যুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, আওয়ামী লীগপন্থি চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসা পরিষদ- স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সেনাল, জাতীয় টেকনিক্যাল কমিটির সভাপতি ডা. অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হক প্রমুখ।