নদ-নদীর পানিপ্রবাহ ঠিক রাখতে স্থায়ী পরিকল্পনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন তিনি।
সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রধান প্রধান নদীগুলোতে ঠিকমতো ড্রেজিং হয় না। ফলে এসব নদীর গতিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ প্রবাহ স্বাভাবিক রাখতে সারাবছর ড্রেজিং করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। পরে শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন পরিকল্পনা সচিব আসাদুল ইসলাম।
পরিকল্পনা সচিব জানান, নদী ভাঙন রোধে বিশেষ ব্যবস্থা নেয়ার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, নদীভাঙন প্রতিরোধে যে সব প্রকল্প নেয়া হয়েছে, সেগুলো যেন দ্রুত অনুমোদন দিয়ে বাস্তবায়ন শুরু করা হয়।