রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় করা মামলার অভিযোগ গঠন চতুর্থবার পিছিয়েছে। অধিকতর শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর তারিখ ঠিক করেছে আদালত।
মঙ্গলবার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান মামলাটির অভিযোগ গঠনের আদেশ মুলতবি রেখে শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।
আসামিরা হলেন- রাকিকুল হাসান রিগ্যান (২১), সালাহ্ উদ্দিন কামরান (৩০), আব্দুর রউফ প্রধান (৬৩), আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র্যাশ (২০), শরীফুল ইসলাম ওরফে খালেদ ওরফে সোলায়মান (২৫), মামুনুর রশিদ রিপন ওরফে মামুন (৩০), আজাদুল কবিরাজ ওরফে হার্টবিট (২৮), মুফতি মাওলানা আবুল কাশেম ওরফে বড় হুজুর (৬০), আব্দুস সবুর খান হাসান ওরফে সোহেল মাহফুজ ওরফে নাসরুল্লাহ হক ওরফে মুসাফির ওরফে জয় ওরফে কুলমেন (৩৩) ও হাদিসুর রহমান সাগর (৪০)।
আসামিদের মধ্যে আজাদুল কবিরাজ পলাতক রয়েছেন। আব্দুর রউফ ও আবুল কাশেম জামিনে। অপর সাত আসামি কারাগারে আছেন।
মঙ্গলবার সাত আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা দুই আসামি আদালতে হাজিরা দেন।
এর আগে ২০১৯ সালের ২৮ মার্চ, ২০২০ সালের ১৪ জানুয়ারি ও ৬ ফেব্রুয়ারি অভিযোগ গঠন পেছায়।
২০১৬ সালের ২৬ জুলাই ভোরে রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’ এর পঞ্চম তলায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ৯ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। পালিয়ে যায় একজন। তারা সবাই জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছিল পুলিশ ।
ওই ঘটনায় ২৭ জুলাই রাতে মিরপুর মডেল থানার পরিদর্শক শাহজাহান আলম সন্ত্রাসবিরোধী আইনে ১০ জনকে আসামি করে মামলা করেন।পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়। তিনি ২০১৮ সালের ৫ ডিসেম্বর মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন।