সাভারের আশুলিয়ায় বিমান পোল্ট্রি কমপ্লেক্সের উপ ব্যাবস্থাপকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের পর এবার ধর্ষণের মামলা হয়েছে।
রাজধানীর লালবাগ থানায় সোমবার মামলাটি করেন গৃহপরিচারিকার স্বামী। মামলায় আসামি করা হয়েছে বিমান পোল্ট্রি কমপ্লেক্সের উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী ও তার গাড়ি চালক মিন্টুকে।
এর আগে শনিবার ভুক্তভোগী আশুলিয়া থানায় যৌন নিপীড়নের অভিযোগ করেন। কিন্তু ঘটনাস্থল রাজধানীর আজিমপুরে হওয়ায় গতকাল লালবাগ থানায় মামলা করা হয়।
অভিযুক্ত মোহাম্মদ আলী বিমানের প্রতিষ্ঠান আশুলিয়ার ভাদাইল এলাকায় অবস্থিত বিমান পোল্ট্রি কমপ্লেক্সের উপ মহাব্যবস্থাপক। তিনি রাজধানীর আজিমপুর সরকারি উত্তর কলোনিতে বসবাস করেন।
মামলায় বলা হয়, ওই নারীর স্বামী বিমান পোল্ট্রি কমপ্লেক্সের নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করেন। স্ত্রীকে নিয়ে সেখানেই কোয়ার্টারে থাকেন। গত দুই মাস আগে মোহাম্মদ আলীর স্ত্রী অসুস্থ হন। এ সময় ওই নারীকে এক সপ্তাহের জন্য বাসায় কাজ করার অনুরোধ করা হয়।
৩০ আগস্ট ডিজিএম এর স্ত্রী তার মেয়েকে নিয়ে কেমো থেরাপি দিতে হাসপাতালে যান। ওই দিন দুপুরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন ডিজিএম মোহাম্মদ আলী। ভীতি ও চক্ষুলজ্জার ভয়ে গৃহশ্রমিক বিষয়টি তার স্বামীকে জানাননি। এরপর ১৩ সেপ্টেম্বর ডিজিএম এর স্ত্রী হাসপাতালে চিকিৎসার জন্য গেলে আবারও গৃহপরিচারিকাকে ধর্ষণ করেন ডিজিএম মোহাম্মদ।
গত ১৫ অক্টোবর রাতে ডিজিএম এর গাড়ী চালক মিন্টু গৃহপরিচারিকাকে আশুলিয়ায় তার কোয়ার্টারে রেখে যান। পরে ২৬ অক্টোবর আবারও তাকে নিয়ে যেতে ডিজিএম তার গাড়ি চালক মিন্টুকে পাঠান। কিন্তু ওই নারী যেতে রাজি না হলে গাড়ি চালক মিন্টু তাদের কোয়ার্টার থেকে ডিজিএম বের করে দেবেন বলে জানায়।
এ বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘দেশে আর কাজ কাম নাই, আপনার এটা ছাড়া?’ এটুকু বলেই তিনি ফোন কেটে দেন।
সব অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ আলী নিউজবাংলাকে বলেন, ‘যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা। আমাকে হেয় করতে এ ধরনের ষড়যন্ত্র করছে কর্মচারীরা।’
তিনি বলেন, ‘আমার স্ত্রীর ক্যানসার। বাসার আগের কাজের লোকটি কয়েকদিনের জন্য ছুটিতে যাওয়ায় বিপদে পড়ে যাই। অসুস্থ স্ত্রীকে দেখাশুনা করা কষ্টকর হয়ে পড়ে। এ জন্য সিকিউরিটি গার্ডের স্ত্রীকে কাজের জন্য নিয়ে গিয়েছিলাম। এমন জানলে কখনও আনতাম না।’
মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপ পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, বিমান পোল্ট্রি কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।