জাতীয় চার নেতা হত্যার পেছনে শুধু বিপথগামী সেনা সদস্যরা নয়; বড় একটি ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার সকালে জেল হত্যা দিবস উপলক্ষে রাজধানীর পুরোনো কেন্দ্রীয় কারাগারের স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে মন্ত্রী এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, জাতীয় চার নেতা হত্যায় যারা জড়িত তাদের দেশে ফেরত আনার জন্য সরকার সর্বোচ্চ আন্তরিক।
চার নেতা হত্যায় জড়িতদের মুখোশ উন্মোচন করার অঙ্গীকার জানিয়ে মন্ত্রী বলেন, এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
এ সময় জাতীয় চার নেতার একজন শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম, কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন, কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।