মত প্রকাশের স্বাধীনতার নামে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাব সদস্যদের ব্রিফিংয়ের সময় সচিব এ আহ্বান জানান।
ইউএনবির প্রতিবেদনে বলা হয়, বক্তব্যে সচিব মত প্রকাশের স্বাধীনতাকে দায়িত্বের সঙ্গে ব্যবহারের ওপর গুরুত্ব দেন।
ওই সময় ডিক্যাব সভাপতি আঙ্গুর নাহার মন্টি এবং সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানসহ ডিক্যাব সদ্যস্যরা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ ধর্মের নামে কোনো ধরনের সহিংতাকেই সমর্থন করে না।অর্থনৈতিক বিষয়ের সঙ্গে ধর্মীয় বিষয়গুলোকে না মিশিয়ে সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানান সচিব।
বাংলাদেশ পারস্পরিক সম্প্রীতিতে বিশ্বাসী উল্লেখ করে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সবাইকে শান্ত ও শান্তিপূর্ণ থাকার আহ্বান জানান।