সাভারের জামসিং এলাকায় বাড়ির পাশের আম গাছ থেকে মঙ্গলবার বরকত উল্লাহ (৩৩) নামে সাবেক এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মানসিক অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুর রহমান জানান, আহসান উল্লাহের মেজো ছেলে বরকত খাগড়াছড়ি পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। মানসিক অসুস্থ্যতার কারণে গত ২২ অক্টোবর চাকরি ছেড়ে দেন তিনি। এরপর সাভারে বাবা-মায়ের সঙ্গে থাকতেন। মানসিক সমস্যার কারণে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না। একমাত্র সন্তানকে নিয়ে এক বছর আগে শরীয়তপুরে বাবার বাড়ি চলে যান তিনি।
এসআই হামিদুর জানান, সোমবার রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে বাড়ির পাশের আম গাছে বরকতের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। শরীরে আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ নিউজবাংলাকে জানান, এ ঘটনায় তার বড় ভাই মো. সুমন অপমৃত্যু মামলা করেছেন।