প্রায় ১২০ গুণ বেশি দামে যন্ত্রপাতি কেনার অভিযোগে চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলীসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এ মামলাটি করেন।
আসামিরা হলেন শিকলবাহা ১৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ভুবন বিজয় দত্ত, উপব্যবস্থাপক মিজানুর রহমান, ঠিকাদার আব্দুল আলীম, রাজশাহী নেসকো লিমিটেডের প্রধান প্রকৌশলী (উৎপাদন) এ এইচ এম কামাল, নকশা ও পরিদর্শন পরিদফতর-১-এর সাবেক পরিচালক তোফাজ্জেল হোসেন ও ক্রয় পরিদফতরের সাবেক পরিচালক মো. আবু ইউসুফ।
মামুনুর রশীদ চৌধুরী জানান, ২০১৬ সালে চট্টগ্রাম শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের জন্য দুই কোটি ৯৫ লাখ ৬৫ হাজার টাকায় দুটি বৈদ্যুতিক পাম্পসহ যন্ত্রপাতি কেনা হয়।
দুদকের অনুসন্ধানে উঠে আসে, এসব যন্ত্রপাতির প্রকৃত বাজার দাম দুই লাখ ৪৯ হাজার ৫৬১ টাকা। অথচ এগুলো কেনা হয়েছে ১২০ গুণ বেশি দামে। এ কেনাকাটায় সরকারি অর্থ আত্মসাতের প্রমাণ মেলে।