প্রতি বছর প্রাথমিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন শাখায় সেরাদের নির্বাচন করা হয়। এরপর তাদের স্বর্ণপদক দেয়া হয়।
সাধারণ জুলাই মাসে প্রতি উপজেলা থেকে সেরা শিক্ষক বাছাই করা হয়। এই তালিকা আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয় নভেম্বরে। এবারও দেশের সেরা শিক্ষকদের তালিকা তৈরি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার দুপুরে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন উপসচিব নিউজবাংলাকে বলেন, এবার প্রাথমিকে সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন রাজবাড়ীর বালিয়াকান্দির স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহিদুল ইসলাম এবং সেরা প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন নওগাঁ সদরের কীর্তিপুর ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাতেমা খাতুন।
সেরা সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন, গাজীপুরের কাপাসিয়ার নলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম শফিকুল আলম এবং সেরা সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ঢাকার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খায়রুন নাহার।
এদিকে প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সেরা জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক (বর্তমানে ঢাকার জেলা প্রশাসক) মো. শহীদুল ইসলাম ও শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার ইয়াসমিন নাহার।
সেরা সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা হয়েছেন ঝিনাইদহের মহেশপুরের মো. আসাদুজ্জামান, সেরা উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা হয়েছেন গাজীপুরের কালিয়াকৈরের রমিতা ইসলাম এবং সেরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মাগুরার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি। এ ছাড়া সেরা উপজেলা পরিষদ চেয়ারম্যান হয়েছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মিরাজুল ইসলাম।
ওই উপসচিব আরও বলেন, দুই/এক দিনের মধ্যে এই তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। চলতি মাসেই হয়তো তাদের স্বর্ণপদক দেয়া হবে।