চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাকে নগরের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।
তিনি নিউজবাংলাকে বলেন, পরীক্ষা-নিরীক্ষা করে নাছিরের ফুসফুসে সমস্যা পাওয়া গেছে। তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা ধারণা করছেন।
রেজাউল জানান, করোনা পরীক্ষার জন্য সাবেক মেয়র নাছিরের নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন পেলে সে অনুযায়ী চিকিৎসা দেয়া হবে। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
অসুস্থতা বোধ করায় গত এক সপ্তাহ ধরে বাসায় অবস্থান করছিলেন চসিকের সাবেক এ মেয়র। মঙ্গলবার সকালে চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন।