খুলনার খালিশপুরে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে দৌলতপুর নতুন রাস্তা বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে রাব্বি (২৫) নামে এক যুবককে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সোমবার রাতে একটি কাজে ওই নারী বাসা থেকে বের হন। রাত সাড়ে ৯টার দিকে নতুন রাস্তা বাঁশপট্টি এলাকায় গেলে তিন থেকে চার জন ছেলে তার পথ আটকায়। পরে বাঁশপট্টির ভিতরে নিয়ে রাব্বি তাকে ধর্ষণ করেন।
ওসি আরও জানান, পরিবারের অভিযোগের পর রাতেই ওই নারীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। তিনি এখন হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, শাকিল (২৬) নামে এক যুবকের সঙ্গে ওই গৃহবধূর প্রেমের সম্পর্ক ছিল। ধর্ষণের ঘটনায় মূল সন্দেহভাজন রাব্বি ওই ছেলের বন্ধু। সেই সূত্রে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর রাব্বিকে আটক করা গেলেও অন্যদের পরিচয় পাওয়া যায়নি।