ঢাকা আইনজীবী সমিতির (বার) সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মো. আব্দুস সালাম দেওয়ান আর নেই।
হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭০ বছর।
তার সম্মানে দুপুর ১২টা পর্যন্ত সব আদালতের কার্যক্রম মুলতবি রাখা হয়।
আব্দুস সালাম রাজধানীর সেগুনবাগিচায় সরকারি ভূমি আপিল বোর্ডের প্যানেলভুক্ত আইনজীবী ছিলেন। সেখানেই তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
বাদ জোহর ঢাকার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ জন্মস্থান মানিকগঞ্জে নিয়ে যাওয়া হবে।
মানিকগঞ্জ সদরের নবগ্রামে তৃতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।