বরিশালের ত্রিশ গোডাউন সংলগ্ন কীর্তনখোলা নদীতে ট্রলার থেকে পড়ে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে।
সোমবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল পর্যন্ত তার কোনো হদিস মেলেনি।
নিখোঁজ কলেজছাত্রের নাম দীপক ঘোষ দীপ (১৬)। সে বন্ধুদের সঙ্গে ওই ট্রলারে করে ঘুরতে গিয়েছিল। হৈ-হুল্লোড়ের একপর্যায়ে ট্রলার থেকে নদীতে পড়ে তলিয়ে যায়।
দীপক নগরীর আমানতগঞ্জের মুক্তিযোদ্ধা সংসদ এলাকার মিন্টু ঘোষের ছেলে। সে অমৃত লাল দে মহাবিদ্যায়ের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র।
বরিশাল ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক ফারুক হোসেন নিউজবাংলাকে জানান, তাদের একটি ডুবুরি দল সোমবার ঘণ্টাব্যাপী তল্লাশি অভিযান চালায়। কিন্তু নদীতে প্রচণ্ড স্রোত থাকায় পরে অভিযান বন্ধ রাখা হয়। মঙ্গলবার সকালে আবার অভিযান শুরু করা হয়েছে।