বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধর্ষণের মিথ্যা মামলা, বাদীর ৫ বছরের জেল

  •    
  • ২ নভেম্বর, ২০২০ ২৩:২৫

জয়পুরহাট সদর থানার ওসি জানিয়েছেন, তদন্তে জানা যায় পূর্ব শত্রুতার জেরে রুহুল আমিনকে শাস্তি দিতেই তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছিল।

ধর্ষণের মিথ্যা মামলা করায় বাদীকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে জয়পুরহাটের একটি আদালত।

সোমবার বিকেলে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ রুস্তম আলী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত লিলিফা বানু জয়পুরহাট সদর উপজেলার বাসিন্দা।

মামলায় বলা হয়, ২০১৯ সালের ২২ জুন রাতে জয়পুরহাট সদর উপজেলার নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন লিলিফা বানু। একই গ্রামের রুহুল আমিন (৩৫) রাতে কৌশলে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন।

এ অভিযোগ এনে পরদিন জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন লিলিফা বানু।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, তদন্তে জানা যায় পূর্ব শত্রুতার জেরে রুহুল আমিনকে শাস্তি দিতেই তার বিরুদ্ধে এমন মিথ্যা মামলা করা হয়েছিল।

বাদীপক্ষের আইনজীবী হেনা কবীর জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা।

এ বিভাগের আরো খবর