ইমারত নির্মাণ আইন লঙ্ঘনের দায়ে চট্টগ্রামে দুই ভবন মালিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে দুই ভবন মালিক আদালতে আত্মসমর্পণ করলে এ আদেশ দেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী।
দুই ভবন মালিক হলেন নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ শেখ মুজিব রোডের বাসিন্দা মো. জসিম উদ্দিন ভূঁইয়া (৫২) এবং তার স্ত্রী কহিনুর বেগম (৪৫)।
আদালতের বেঞ্চ সহকারী ফয়েজ আহমদ নিউজবাংলাকে জানান, আসামিরা পৃথকভাবে দুইটি ছয় তলা ভবন নির্মাণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) থেকে নকশা অনুমোদন নেন। কিন্তু তারা নকশা বহির্ভূতভাবে একটি ভবন ৮ তলা এবং আরেকটি ভবন ১১ তলা নির্মাণ করেন। ঘটনার সত্যতা পেয়ে দুই ভবন মালিকের বিরুদ্ধে আদালতে পৃথক মামলা করে সিডিএর অথরাইজড বিভাগ।
মামলা দুটি আমলে নিয়ে ৮ অক্টোবর আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। আসামিরা সোমবার হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০১৯ সালের ১৮ নভেম্বর সিডিএর পরিদর্শক প্রিয়তোষ দাস বাদী হয়ে মামলা দুটি করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ইমারত নির্মাণ আইন ১৯৫২ এর ১২ (১) ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়।