চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন কিশোর নিহত হয়েছে।সোমবার বিকেলে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ টিঅ্যান্ডটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ হোসেন জানান, নিহত জাহেদ (১৮), রায়হান (১৭) ও আল আমিনের (১৬) বাড়ি ফরিদগঞ্জ উপজেলায়। তারা ফরিদগঞ্জ ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস নামে একটি প্রতিষ্ঠানে কাজ করত।
স্থানীয়রা জানান, বিকেলে তিন কিশোর মোটরসাইকেলে ব্রডব্যান্ড ইন্টারনেটের লাইন মেরামত ও তদারকি করতে যাচ্ছিল।টিঅ্যান্ডটি এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই জাহেদের মৃত্যু হয়। গুরুতর আহত রায়হান ও আল আমিনকে প্রথমে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
অবস্থার অবনতি হলে তাদের চাঁদপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে মারা যায় রায়হান।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আল-আমিনেরও মৃত্যু হয়।
ওসি শহিদ জানান, সিএনজি অটোরিকশার চালককে আটক করা হয়েছে।