নওগাঁয় বালুবোঝাই বেপরোয়া ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক মাদ্রাসা শিক্ষক।
সোমবার সকালে ধামইরহাট উপজেলার সাহাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বালুবাহী এসব ট্রাক্টরের গতি বেশি থাকায় স্থানীয়দের কাছে ‘মেসি’ হিসেবে পরিচিত। সড়কে এ ধরনের গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।
নিহত মজনুর রহমান (৩৯) উপজেলার সাহাপুর দাখিল মাদ্রাসার কৃষি বিভাগের সহকারি শিক্ষক ছিলেন। তার বাড়ি পাশের হরিতকীডাঙ্গা গ্রামে।
স্থানীয়রা জানিয়েছেন, মজনুর রহমান তার মেয়েকে প্রাইভেট শিক্ষকের কাছে পৌঁছে দিয়ে হরিতকীডাঙ্গার বাড়ি ফিরছিলেন। সাহাপুর মোড়ে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মজনুর গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সকাল ১০টার দিকে তিনি প্রাণ হারান।
ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ট্রাক্টরটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। তাকে ধরতে অভিযান চলছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।