বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সরোয়ারের আর্তনাদ গণমাধ্যমের অবস্থার প্রতিচ্ছবি: টিআইবি

  •    
  • ২ নভেম্বর, ২০২০ ১৯:০২

সোমবার এক বিবৃতিতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সময়ে চট্টগ্রামের সাংবাদিক গোলাম সরোয়ারকে অপহরণ ও নির্যাতনের ঘটনার রহস্য ও জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।

চট্টগ্রামের সাংবাদিক গোলাম সরোয়ারকে অপহরণের পর নির্যাতনের ঘটনাকে সাংবাদিকতার বিরুদ্ধে আরও একটি হুমকি হিসেবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সোমবার এক বিবৃতিতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সময়ে ঘটনার রহস্য ও জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।

নিখোঁজ হওয়ার তিন দিন পর রোববার সন্ধ্যা সাতটার দিকে উদ্ধার করা হয় সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের চট্টগ্রামের স্টাফ রিপোর্টার সরোয়ারকে।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সাংবাদিক গোলাম সরোয়ারের নিখোঁজ হওয়া এবং নির্যাতনের পর আধমরা অবস্থায় তাকে খুঁজে পাওয়া মোটেও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং তা স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধে চলমান হুমকি, ভয়ভীতি ও নির্যাতন নিষ্ঠুর ধারাবাহিকতামাত্র।’

তিনি বলেন, ‘‘গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী উদ্ধারকালে সাংবাদিক গোলাম সরোয়ারের আর্তনাদ ‘ভাই, আমাকে মাইরেন না, আমি আর নিউজ করবো না’- শুধুই নির্যাতনে অপ্রকৃতস্থ অসহায় ব্যক্তির স্বগোক্তি নয়, বরং সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর নির্যাতন এবং সাহসী সাংবাদিকতার কণ্ঠরোধের ভয়াবহ মধ্যযুগীয় বর্বরতার প্রমাণ।

তিন দনি নিখোঁজ থাকার পর উদ্ধার হন সাংবাদিক গোলাম সরোয়ার। ছবি: নিউজবাংলা

‘গণমাধ্যমের সার্বিক অবস্থার প্রতিচ্ছবিই যেন ফুটে উঠেছে গোলাম সরোয়ারের এই আর্তনাদের মধ্য দিয়ে!’’

স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের জেরে সরোয়ারকে অপহরণ ও নির্যাতন করা হতে পারে- গণমাধ্যমে প্রকাশিত সহকর্মীদের এমন আশঙ্কার প্রসঙ্গ টেনে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘সাম্প্রতিক সময়ে এ ধরনের আরো বেশ কিছু ঘটনার উদাহরণ আছে, যার কোন সুষ্ঠু তদন্ত কিংবা বিচারের দৃষ্টান্ত আমরা দেখতে পাই না।’

বিবৃতিতে তিনি বলেন, ‘প্রভাবশালীদের অবৈধ স্বার্থ সুরক্ষা এবং তার বিরুদ্ধে সংবাদ প্রকাশে বাধা সৃষ্টিতেই কি তাহলে এসব ঘটছে? অথচ মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময় গণমাধ্যমের স্বাধীনতা, মুক্ত সাংবাদিকতা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা বিষয়ে একাধিকবার তার অঙ্গীকার ও স্বদিচ্ছার কথা বলেছেন!

‘এসব ঘটনার পুনঃপৌনিকতা প্রধানমন্ত্রীর অবস্থানের শুধু অবমাননাই করছে না, বরং মুক্ত সাংবাদিকতার সাংবিধানিক অঙ্গীকারকে ধারাবাহিকভাবে পদদলিত করছে।’

বিবৃতিতে গোলাম সরোয়ারসহ এর আগে সাংবাদিকদের ওপর সংঘটিত প্রতিটি নির্যাতন ও হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে টিআইবি।

এ বিভাগের আরো খবর