মন্ত্রীর একান্ত সচিব জুয়েল আহমদ জানান, করোনামুক্ত হয়ে সোমবার দুপুরে সিএমএইচ থেকে মিন্টু রোডের বাসভবনে যান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মন্ত্রীর একান্ত সচিব জুয়েল আহমদ জানান, সোমবার দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে মিন্টু রোডের বাসভবনে যান মন্ত্রী।তিনি বলেন, ১৩ অক্টোবর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিএমএইচে ভর্তি হন পরিকল্পনামন্ত্রী। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। ২১ অক্টোবর করোনামুক্ত হলেও তার ডায়াবেটিসের সমস্যা দেখা দেয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তিনি হাসপাতালে ছিলেন।জুয়েল আরও বলেন, সুস্থ হয়ে ওঠায় চিকিৎসকদের পরামর্শে দুপুরে বাসভবনে ফেরেন মন্ত্রী।