কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করেছেন ৪৫ বছর বয়সী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
রোববার রাতে বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবু তালেব সরকার ১৫ বছরের ওই ছাত্রীকে বিয়ে করেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সে বিয়ের একটি ছবি সোমবার ফেসবুকে ভাইরাল হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ইউপি চেয়ারম্যান আবু তালেবের স্ত্রী ও কলেজপড়ুয়া এক মেয়ে রয়েছে। এর আগেও তিনি একটি বিয়ে করেছিলেন। রোববার বিয়ে করা ওই কিশোরী তার তৃতীয় স্ত্রী।
তারা আরও জানান, একই ইউনিয়নের বাসিন্দা ওই কিশোরীর হতদরিদ্র পরিবারকে আর্থিক সহায়তার লোভ দেখিয়ে এ বিয়ে করেন আবু তালেব।
ইউপি চেয়ারম্যান প্রকাশ্যে বাল্যবিয়ে করলেও প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা।
এ বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করেও আবু তালেবের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন, বিয়ে হয়ে যাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসানোর সুযোগ নেই। তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
তবে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম আব্রাহাম লিংকন বলেন, বাল্যবিয়ে করা একটা অপরাধ। বিয়ে হয়ে গেলেও আইনগত ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে।