বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুকুরে ভাসছিল অন্তঃসত্ত্বার মরদেহ

  •    
  • ২ নভেম্বর, ২০২০ ১৪:৩৪

ওই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ওই নারীকে প্রায়ই স্বামী ও শাশুড়ি মিলে মারধর করত। এ নিয়ে সালিশও হয়েছে। পারিবারিক কারণে ওই নারীকে হত্যা করা হতে পারে।

পাবনার আটঘরিয়ার কন্দপপুর এলাকায় পুকুর থেকে আমেনা খাতুন (২২) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে বাড়ির পাশের পুকুরে ওই নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হলে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই নারীর স্বামী জাহিদ হোসেন ও শাশুড়ি রাশিদা খাতুনকে আটক করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ওই নারীকে প্রায়ই স্বামী ও শাশুড়ি মিলে মারধর করত। এ নিয়ে সালিশও হয়েছে। পারিবারিক কারণে ওই নারীকে হত্যা করা হতে পারে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, ওই নারীর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরও জানান, ওই নারী আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে তার পরিবার থেকে জানানো হয়েছে।

এ বিভাগের আরো খবর