বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রূপার রিট শুনতে হাইকোর্টের অপারগতা

  •    
  • ২ নভেম্বর, ২০২০ ১৩:৫৪

সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেয়।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে দুদকের পাঠানো নোটিশ চ্যালেঞ্জ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপার করা রিট শুনানিতে অপারগতা প্রকাশ করেছে হাইকোর্টের একটি বেঞ্চ। পরে মামলাটি ওই বেঞ্চের কার্যতালিকা থেকে বাদ দিয়েছে আদালত।

সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেয়।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না ও সুরাইয়া বেগম। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

সকালে আদালতের কার্যক্রম শুরু হলে এ মামলাটি উপস্থাপন করা হয়। তখন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক আবেদনের বিষয়টি কী, তা জানতে চান।

জবাবে আইনজীবী সুরাইয়া বেগম আদালতকে আবেদনকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপার দুদকের নোটিশের বিষয়টি জানান।

তখন আদালতের জ্যেষ্ঠ বিচারক বলেন, ‘তিনি তো আমাদের প্রতিবেশী। আমরা পাশাপাশি ফ্ল্যাটে থাকি। এটা আপনারা অন্য কোনো বেঞ্চে নিয়ে যান। যেহেতু আমরা কাছাকাছি থাকি, তাই বিষয়টি আমরা শুনতে চাচ্ছি না।’

এ সময় রূপার পক্ষের আরেক আইনজীবী জেড আই খান পান্না আদালতের উদ্দেশে বলেন, ‘আমরা জাস্টিস (ন্যায়বিচার) চাচ্ছি; ফেভার (সহমর্মিতা) চাচ্ছি না।’

বিচারক বলেন, ‘আপনারা আবেদনটি এখতিয়ারভুক্ত যেকোনো আদালতে উপস্থাপনের স্বাধীনতা পাবেন। আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিলাম।’

আদালতের আদেশের বিষয়ে জানতে চাইলে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘আদালত রিট আবেদনটি শুনতে অপারগতা প্রকাশ করে কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।’

এখন আবেদনটি নিয়ে ভিন্ন কোনো বেঞ্চে যাবেন কি না জানতে চাইলে রূপার আইনজীবী সুরাইয়া বেগম নিউজবাংলাকে বলেন, ‘আবেদনটি নিয়ে ভিন্ন একটি বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে কোন বেঞ্চে যাব, সেটি এখনও নির্ধারণ করিনি।’

অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জাল জালিয়াতির মাধ্যমে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে গত ২৮ অক্টোবর নোটিশ দেয় দুদক।

দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত ওই চিঠিতে রূপাকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ নভেম্বর কমিশনে হাজির হতে বলা হয়।  

রুপার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জাল জালিয়াতির মাধ্যমে ঘুষ গ্রহণ করে জি কে শামীমসহ বিভিন্ন আসামিকে জামিন করিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেয়াসহ জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনে দুদক। 

এ বিভাগের আরো খবর