লালমনিরহাটের বুড়িমারী বর্বরতায় গ্রেফতার ১০ আসামির মধ্যে পাঁচ জনকে রিমান্ডে নেয়ার শুনানি পিছিয়েছে। মঙ্গলবার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারক।
লালমনিরহাট আদালতের দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদ হোসেন এই তথ্যটি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন, রফিক ইসলাম (এলাইস রফিক), আশরাফুল ইসলাম ও বায়েজিদ ইসলাম, মাসুম আলী ও শফিকুল ইসলাম।
গত ২৯ অক্টোবর মসজিদে তর্কাতর্কির জেরে শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে-পুড়িয়ে হত্যার দুই দিন পর মামলা হয় তিনটি। আর এরপর প্রথমে পাঁচ জন এবং পরে আরও পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ।
রোববার সন্ধ্যা সাতটার দিকে লালমনিরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমলী আদালত-৩ এর বিচারক ফেরদৌসী বেগম এর আদালতে পাঁচ আসামিকে তোলা হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত জানান, ‘সোমবার তাদের রিমান্ড শুনানি হওয়ার কথা ছিল। তবে সেটি পাল্টে মঙ্গলবার করা হয়।’
রোববার রাতে মসজিদের খাদেম জোবেদ আলী এবং আরও যে চার জনকে গ্রেফতার দেখানো হয়েছে, তাদেরকে আদালতে তোলা হতে পারে আজ।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ডিবি) মাহমুদুন্নবী বলেন, গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
- আরও পড়ুন: বুড়িমারীতে নির্মমতা: ৩ মামলায় গ্রেফতার ৭
ওসি সুমন জানান, এ ঘটনায় মোট তিনটি মামলা হয়েছে।
৩১ অক্টোবর নিহতের চাচাতো ভাই সাইফুল আলমের করা মামলায় ৪৩ জনের নাম উল্লেখ করে ও কয়েকশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।
ইউনিয়ন পরিষদে হামলার ঘটনায় মামলা করেছেন বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত।
অন্য মামলাটি করেছেন পাটগ্রাম থানার এসআই মোহাম্মদ শাহজাহান।