বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খেলা নিয়ে সংঘর্ষ: গুলিবিদ্ধসহ আহত ১৫

  •    
  • ২ নভেম্বর, ২০২০ ১০:১০

দুই পক্ষের উত্তেজিত লোকদের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ছোড়া হয় ছররা গুলিও।

চট্টগ্রামের সাতকানিয়ায় আমিলাইষ গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুই জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছে আরও ১৫ জন। 

আমিলাইষ কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় রোববার বিকেলের এ ঘটনায় গুলিবিদ্ধদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

স্থানীয়রা জানান, গ্রামবাসীদের মধ্যে দুটি দল করে খেলা চলছিল। শেষ দিকে খেলোয়াড়দের মধ্যে ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। তারপর খেলা বন্ধ হয়ে যায়।

এ খবর ছড়িয়ে পড়লে অারও অনেকে জড়ো হন। দুই পক্ষের উত্তেজিত লোকদের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ছোড়া হয় ছররা গুলিও। এতে দুই জন গুলিবিদ্ধ হন। আহত হয় আরও ১৫ জন। 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, সাতকানিয়া থেকে আহত দুই জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন নিউজবাংলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কারা গুলি করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। 

এ বিভাগের আরো খবর