করোনা মহামারিতে সাত মাস বন্ধ রাখার পর রংপুর চিড়িয়াখানা ও শিশুপার্ক খুলে দেয়া হয়েছে।
বাধ্যতামূলক মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে প্রবেশের শর্তে চিড়িয়াখানা ও এর ভেতরের শিশুপার্ক রোববার খোলা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
চিড়িয়াখানা ও শিশুপার্কের ইজারাদার মুরাদ হোসেন ও তুহিন ইসলাম জানান, বিকেলে গেট খুললে দর্শনার্থীরা নিয়ম মেনে চিড়িয়াখানায় প্রবেশ করেন। করোনাকালে স্বাস্থ্য সুরক্ষায় গেটে রাখা হয়েছে হ্যান্ডসেনেটাইজার। ভেতরে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে নজরদারি করা হবে।
তারা বলেন, অনেক দিন বন্ধ থাকায় চিড়িয়াখানার প্রকৃতি নতুন রূপে সেজেছে। বেড়েছে সবুজের সমারোহ, প্রাণীর সংখ্যাও। দর্শনার্থীরা আগের চেয়ে বেশি আনন্দ উপভোগ করতে পারবেন।
করোনা প্রাদুর্ভাবে চলতি বছরের ২৬ মার্চ থেকে সরকার দেশের সব বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছিল।