নিখোঁজের তিন দিন পর চট্টগ্রামের সাংবাদিক গোলাম সরোয়ারকে উদ্ধার করা হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীতাকুণ্ডের কুমিরা বাজার এলাকার একটি খালের পাড় থেকে তাকে উদ্ধারের কথা জানায় পুলিশ।
সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলাউদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘একটি অ্যাম্বুলেন্স থেকে এক জন ব্যক্তিকে ফেলে যেতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে। তখন ওই ব্যক্তি অচেতন ছিলেন। পরে তাকে স্থানীয় বাজারে নিয়ে যাওয়া হয়। এর পর পুলিশ ওই ব্যক্তিকে নিয়ে যায়।’
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক নিউজবাংলাকে জানান, ‘স্থানীয় সাংবাদিক জুবায়ের সিদ্দিকী গোলাম সরোয়ারকে সনাক্ত করেন। পরে রাতে ৯টার দিকে সাংবাদিক সরোয়ারকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাকে হাসপাতালের ১৪ নম্বর মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।’
এর আগে বৃহস্পতিবার সকালে নগরের কোতোয়ালী থানার ব্যাটারি গলির বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের চট্টগ্রামের স্টাফ রিপোর্টার গোলাম সরোয়ার। দিনভর খোঁজ না মেলায় ওই দিন রাতে কোতোয়ালি থানায় জিডি করেন আজকের সূর্যোদয়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান জোবায়ের সিদ্দিকী।
অন্যদিকে সাংবাদিক সরোয়ারকে উদ্ধারের দাবিতে গত তিনদিন ধরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ, পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন।