যশোর জেলা সিভিল সার্জন শেখ শাহীন জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রোববার ভোরে চিকিৎসক সাজ্জাদ কামাল মারা যান।
করোনায় যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক সিনিয়র রেডিওলজিস্ট সাজ্জাদ কামাল (৫২) মারা গেছেন।
যশোর জেলা সিভিল সার্জন শেখ শাহীন জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রোববার ভোরে চিকিৎসক সাজ্জাদ কামাল মারা যান।
তিনি জানান, পাঁচ দিন আগে সাজ্জাদ রংপুরে নিজ বাড়িতে করোনায় আক্রান্ত হন। এরপর জ্বর ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। রাজধানীতে নিয়ে তাকে ঢাকা স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির অবনতি হলে দুদিন আগে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপ কুমার রায় জানান, সাজ্জাদ জনপ্রিয় চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন।