নাটোরে রোববার পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে।
তারা হলেন- সদর উপজেলার আমহাটি এলাকার শাহজাহান মিয়ার ছেলে জুয়েল হোসেন (২৮) ও লালাপুর উপজেলার ইসলামপুর গ্রামের আসকান আলী (৫৫)।
দুপুরে সদর উপজেলার স্টেশন সলগ্ন আমহাটি ও লালপুর উপজেলার চংধুপইলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাটোরের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী।
তিনি জানান, জুয়েল মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। রোববার সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন তিনি। দুপুর ১টার দিকে চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে চাপা পড়েন জুয়েল। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
স্টেশন মাস্টার আরও জানান, লালপুরের চংধুপইল ইউনিয়নের ইসলামপুর বাওড়া ব্রিজ এলাকায় দুপুর আড়াইটার দিকে ট্রেনে কাটা পড়েন আসকান।