মাগুরা সদরের হাজরাপুর ইউনিয়নে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সাচানি গ্রামে রোববার সকালে এই হত্যার ঘটনা ঘটে।
স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধের জেরে এই হত্যা বলে জানিয়েছে পুলিশ।
নিহত আওয়ামী লীগ কর্মীর নাম মাসুদ মোল্যা। তিনি পেশায় ব্যাটারি চালিত অটোচালক।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হাজরাপুর ইউপির বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির হোসেনের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানের বিরোধ রয়েছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
রোববার সকাল মাসুদ মোল্যা নিজ বাড়ির সামনে দোকানে বসেছিলেন। এসময় চেয়ারম্যান কবিরের সমর্থক হিসাবে পরিচিত কাজল মিয়াসহ আরও কয়েকজন তাকে কুপিয়ে জখম করে।
মাসুদকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আব্দুল মান্নান ও চেয়ারম্যান কবির হোসেনের কোন বক্তব্য পাওয়া যায়নি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিউজবাংলাকে জানান, হত্যার ঘটনায় রোববার দুপুর পর্যন্ত মামলা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।