বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু, মা-ভাই গুরুতর আহত

  •    
  • ১ নভেম্বর, ২০২০ ১০:৪৪

ওই তরুণ কুয়াকাটা সৈকতে ভ্রাম্যমাণ দোকানে নানা ধরনের মাছ ভাঁজা করে বিক্রি করতেন। এতে তার মা ও ভাই সহযোগিতা দিতেন।

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে বিদ্যুৎপৃষ্ট হয়ে লাল মিয়া নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

শনিবার রাতের এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার মা চানবানু বেগম ও ভাই আলী আকবর। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাল মিয়ার (১৮) বাড়ি কুয়াকাটা সৈকত এলাকায়। তিনি সৈকতে ভ্রাম্যমাণ দোকানে নানা ধরনের মাছ ভাজা করে বিক্রি করতেন। এতে তার মা ও ভাই সহযোগিতা করতেন।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, লাল মিয়া, তার মা চানবানু ও ভাই আলী আকবর দোকানে মাছ বিক্রি করছিলেন। এক পর্যায়ে জোয়ারের পানি তাদের দোকানের কাছে চলে আসে। এ কারণে তারা দোকানটি অন্য স্থানে সরিয়ে নিতে থাকেন।

কিন্তু হঠাৎ দোকানের সঙ্গে থাকা বৈদ্যুতিক সংযোগ ছিঁড়ে পানিতে পড়ে যায়। এতে তিন জনই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের কুয়াকাটা ২০ শয্যার হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষণা করেন।

তার মা ও ভাইকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাদের বরিশাল মেডিক্যালে পাঠানো হয়।  

স্থানীয় বাসিন্দা রাজু আহমেদ জানান, পল্লী বিদ্যুতের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে কুয়াকাটা বেড়িবাঁধের বাইরে সৈকতের সব ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এর খেসারত দিতে হলো লাল মিয়াকে।

রোববার সকালে জানতে চাইলে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান নিউজবাংলাকে বলেন, ময়নাতদন্তের জন্য তরুণের মরদেহ পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারটির পক্ষ থেকে এখনও অভিযোগ দেয়া হয়নি। দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।  

এ বিভাগের আরো খবর