লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারের কেন্দ্রীয় জামে মসজিদে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে শহীদুন্নবী জুয়েলকে (৫০) হত্যার ঘটনায় আরও এক জনকে আটক করেছে পুলিশ। তবে তার নাম পরিচয় কিছু জানা যায়নি।
এ নিয়ে হত্যার ঘটনায় সাত জন আছেন পুলিশ হেফাজতে। শনিবার আলাদা ৩টি মামলায় ৬ জনকে গ্রেফতার দেখায় পুলিশ।
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সাবেক লাইব্রেরিয়ান শহীদুন্নবী জুয়েলকে গত বৃহস্পতিবার পাটগ্রামের বুড়িমারী মসজিদে তর্কাতর্কির জেরে পিটিয়ে হত্যার পর দেহ পেট্রল দিয়ে পুড়িয়ে দেয়া হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত জানান, এ ঘটনায় মোট তিনটি মামলা হয়েছে। শনিবার নিহতের চাচাতো ভাই সাইফুল আলম বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে ও কয়েকশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
আরেকটি মামলা করেন বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত।
নির্মমতার শিকার শহীদুন্নবী।
তিনি জানান, অন্য মামলাটি করেছেন পাটগ্রাম থানার এসআই মোহাম্মদ শাহজাহান।
ওসি রোববার নিউজবাংলাকে জানান, সাত জনের মধ্যে প্রথমে পাঁচ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এ জন্য আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাঁচ দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হবে।