দালাল ধরে অবৈধভাবে কাউকে বিদেশ না যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।
শনিবার সিলেট জেলা পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত এক সভায় এ আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘অনেক গরীব লোক আছেন যারা দালালের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়েছেন। এজন্য তাদের কেউ যেন দালালদের মাধ্যমে বিদেশ না যান, এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’
তিনি বলেন, সরকার বৈধভাবে বিদেশে যাওয়া ও কর্মসংস্থানের সুযোগ দিয়েছে। একই সঙ্গে দালালদের অপতৎপরতা নিয়ন্ত্রণ করতে কাজ করছে।
দালাল চিহ্নিত করতে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রবাসী কল্যাণমন্ত্রী।
‘পুলিশ জনগণের বন্ধু’ মন্তব্য করে মন্ত্রী পুলিশ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নানা ধরনের কাজ করছে বলে জানান।
সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা বেগম, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক এ জেড মৌলা চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।