বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাল্যবিয়ের আসর ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বর ও ঘটকসহ ১৩ জনকে জরিমানা করা হয়।
শনিবার শিবগঞ্জ সদর ইউনিয়নের ধাওয়াগীর মিলকীপুর গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর তাদের জরিমানা করেন।
আলমগীর কবীর জানান, শনিবার দুপুরে মিলকীপুর গ্রামে অপ্রাপ্তবয়স্ক মেয়ের (১৫) সঙ্গে একই ইউনিয়নের নারায়ণপুর গ্রামের গোলাম মোস্তফার (২৮) বিয়ের প্রস্তুতি চলছিল। সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। বিয়ের আসর থেকে পালানোর সময় বর, ঘটক, স্বজনসহ ১৩ জন আটক করা হয়।
ইউএনও জানান, বরকে ১০ হাজার টাকা অনাদায়ে ১০ দিন জেল, ঘটক রফিকুল ইসলাকে ৫ হাজার টাকা ও অন্যদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।