দিনাজপুর শহরের চাতড়াপাড়ায় শনিবার দুপুরে পুকুরে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন চাতড়াপাড়া মহল্লার চন্দন রায়ের ছেলে দীপু রায় দ্বীপ (১৫) ও মিশনরোড এলাকার মৌলভী আব্দুর রশিদের ছেলে রাজা (১৯)।
দিনাজপুর শহরের চাতড়াপাড়ায় শনিবার দুপুরে পুকুরে ডুবে দুজনের মৃত্যু হয়েছে।তারা হলেন চাতড়াপাড়া মহল্লার চন্দন রায়ের ছেলে দীপু রায় দ্বীপ (১৫) ও মিশনরোড এলাকার মৌলভী আব্দুর রশিদের ছেলে রাজা (১৯)।
পুলিশ জানায়, দুপুর ২টার দিকে তারা পৌর এলাকার জুলুমসাগর পুকুরে নৌকায় ঘুরছিলেন। এ সময় নৌকা থেকে পড়ে যায় দ্বীপ। তাকে বাঁচাতে রাজা ঝাঁপ দিলে দুজনই তলিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
কোতয়ালী থানার এসআই জাহিদুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।