বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

একদিনেই কাঁচা মরিচের দাম বাড়ল কেজিতে ৬০ টাকা

  •    
  • ৩১ অক্টোবর, ২০২০ ১৮:৪৪

মানিকগঞ্জে কাঁচা মরিচের দাম একদিনে কেজিতে ৬০ টাকা বেড়ে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

মানিকগঞ্জে কাঁচা মরিচের দাম একদিনে কেজিতে ৬০ টাকা বেড়ে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ কমে যাওয়ায় দাম অস্বাভাবিক বেড়েছে বলে জানান আড়তদাররা।ক্রেতারা বলছেন, দাম বেশ বেড়ে যাওয়ায় তারা প্রয়োজনের তুলনায় কাঁচা মরিচ কেনা কমিয়েছেন।

মানিকগঞ্জ সদরের জাগীর বন্দর আড়তের ভাই ভাই সবজি ভাণ্ডারের পরিচালক মোফাজ্জল হোসেন জানান, জেলায় গত সপ্তাহের বৃষ্টিতে কাঁচা মরিচসহ সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। আর ভারতসহ আশপাশের এলাকা থেকে সরবরাহ কমে যাওয়ায় দাম হঠাৎ বেড়ে গেছে।

শনিবার জেলার আড়তগুলোতে কাঁচা মরিচ ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে দাম কেজি প্রতি ২৪০ টাকা।

মানিকগঞ্জ সদরের কাঁচা বাজারে গেলে আবুল কালামসহ বেশ কয়েকজন ক্রেতা জানান, একদিনে মরিচ কেজিতে অন্তত ৬০ টাকা বেড়ে গেছে। তাই ৬০ টাকা দিয়ে ২৫০ গ্রাম কিনে বাড়ি যাচ্ছি।

আব্দুল মাজেদসহ খুচরা ব্যবসায়ীরা জানান, গত কয়েকদিন ধরেই সবজির দাম একটু বেশি। এর মধ্যে শনিবার কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বাড়ায় তারা বিক্রি বন্ধ রেখেছেন।

জাগীর বন্দর আড়তের সভাপতি সৈয়দ আলী বলেন, ‘সবজির দাম নাগালের মধ্যে থাকলেও কয়েকদিনে কাঁচা মরিচ ও আলুর দাম নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। এতে ক্রেতা ও ব্যবসায়ীরা সঙ্কটে পড়েছেন।’

 

 

এ বিভাগের আরো খবর