ধামরাইয়ে দুটি ইজিবাইকের মধ্যে সংর্ঘষে একজন নিহত ও তিন জন আহত হয়েছেন।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার কালামপুর-সাটুরিয়া সড়কের কাওয়ালীপাড়া এলাকায় ব্র্যাক র্কাযালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে।
কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরর্দিশক (এসআই) আবু সাইদ জানান, সকালে কাওয়ালীপাড়া এলাকায় কালামপুর থেকে সাটুরিয়া অভিমুখী ও সাটুরিয়া থেকে কালামপুর অভিমুখী দুটি ইজিবাইকের মধ্যে সংর্ঘষ হয়।
পুলিশ ধারণা করছে, মুখোমুখি সংঘর্ষ এড়াতে যান দুটির একটি অপরটিকে পাশ কাটাতে গেলে পাশাপাশি সংঘর্ষ হয়।
এতে সাটুরিয়া থেকে কালামপুর অভিমুখী ইজিবাইকের যাত্রী শ্রীমন্ত চন্দ্র মনি দাস গুরুতর আহত হন।
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত তিন যাত্রীকে কাওয়ালীপাড়ার স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নিহত শ্রীমন্ত মনি দাস ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রামরে লক্ষ্মীন্দর চন্দ্র দাসের ছেলে।
আহতরা হলেন, বালিয়া ইউনিয়নের কাওয়ালীপাড়া গ্রামের রহমি বাদশা, রাধানগর এলাকার নছর উদ্দিন ও কুশুরা ইউনিয়নের ইউসুফ আলী।
এসআই আবু সাইদ জানান, সাটুরিয়াগামী ইজিবাইকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন।
তিনি আরও জানান, শ্রীমন্তের মরদেহ এখনো সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। তার পরিবার ময়নাতদন্ত না করার আবেদন জানালেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি।