পুলিশের ধারণা, শুক্রবার গভীর রাতে তিনি আত্মহত্যা করেন।
সাতক্ষীরার তালা উপজেলায় শনিবার সকালে চন্দ্র শেখর সরকার নামের এক সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চন্দ্র শেখরের বাড়ি উপজেলার মাগুরা গ্রামে। মরদেহটি বাড়ির পাশে অবস্থিত এসডিএফের প্রবেশ পথের আঁড়ার সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলছিল।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, চন্দ্র শেখর পাঁচ দিনের ছুটিতে বাড়ি এসেছিলেন। ২৫ অক্টোবর তার ছুটি শেষ হয়। কিন্তু তিনি কর্মস্থলে ফিরে যাননি। ধারণা করা হচ্ছে, শুক্রবার গভীর রাতে তিনি আত্মহত্যা করেন।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।