কিশোরগঞ্জ থেকে যাতায়াত পরিবহনের ৫২ সিটের বাসটি ঢাকা যাচ্ছিল।
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরে শনিবার সকালে একটি বাস খাদে পড়ে যায়। এ সময় চাকায় পিষ্ট হয়ে এক পথচারী নিহত হয়েছেন।
আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিহত মোশাররফ হোসেনের বাড়ি শিবপুরের ঘাসিদ্দিয়া পুকুরপাড় এলাকায়।
এলকাবাসী জানান, কিশোরগঞ্জ থেকে যাতায়াত পরিবহনের ৫২ সিটের বাসটি ঢাকা যাচ্ছিল। শিবপুরের ঘাসিদ্দিয়া এলাকায় একটি চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এর আগে পথচারী মোশাররফকে চাকায় পিষে ফেলে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইটাখোলা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক জহিরুল ইসলাম নিউজবাংলাকে জানান, বাসটি উদ্ধার করা হয়েছে।