একটু দেরিতে হলেও আসছে শীত। কমে আসছে রাতের তাপমাত্রা। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় কুয়াশা পড়ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, দুদিন পর থেকেই শীত নামতে শুরু করবে। প্রথমে আসবে উত্তরের জেলাগুলোতে।
আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক কাওসার পারভীন নিউজবাংলাকে বলেন, ‘এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলে কুয়াশা পড়া শুরু হয়েছে। রাতের তাপমাত্রা কমে আসছে। রংপুর, কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের জেলা গুলোতে শীতের আমেজ শুরু হয়েছে।’
শুক্রবার পঞ্চগড়ের তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস।
শনিবারও দেশের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। নোয়াখালীর মাইজদীতে সব থেকে বেশি বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এটি দুদিনের মধ্যে কেটে যাবে বলেও জানান এই আবহাওয়াবিদ।
গতকাল ঢাকায় সর্বোচ্চ ৩৪.৫ ডিগ্রি সেলসিয়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সেপ্টেম্বরে আবহাওয়া অধিদপ্তরের তিন মাসের পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা অক্টোবরের শেষ থেকে ক্রমান্বয়ে কমতে থাকবে।
নভেম্বরের ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত ‘দেখছেন না’ আবহাওয়াবিদ কাওসার পারভীন।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলসমূহ, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিং, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ থেকে বিদায় নিয়েছে। এটি কক্সবাজার অঞ্চলে বিরাজ করছে। যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিদায় নিতে পারে।
বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামন্য হ্রাস পেতে পারে।