বাগেরহাটের মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বারুইখালী ইউনিয়নের পশ্চিম সরালিয়া গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করেন স্থানীয়রা।
এর আগে বিকাল ৫টার দিকে গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের নির্জন সুপারি বাগারে নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দা শাহ আলম হাওলাদার।
তিনি গ্রামের কয়েকজনকে বিষয়টি জানালে তারা ওই সুপারি বাগান থেকে নবজাতককে উদ্ধার করেন। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন মুফতি বলেন, নবজাতকটিকে হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে এক মায়ের কাছে রাখা হয়েছে। নবজাতক ছেলেটি সুস্থ আছে।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দেলোয়ার হোসেন বলেন, শিশুটির অভিভাবক খুঁজে বের করার চেষ্টা চলছে। অভিভাবক খুঁজে না পাওয়া গেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।