সিলেটে সকালে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর সারাদিনের চেষ্টায় উদ্ধার হয়েছে পাহাড়িকার ক্ষতিগ্রস্ত দুটি বগি। এরপর সন্ধ্যায় পাহাড়িকা ও জয়ন্তিকা এক্সপ্রেস সিলেট ছেড়েছে।
শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে সিলেট রেলস্টেশন ডকইয়ার্ডে পাহাড়িকা ও জয়ন্তিকা এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় পাহাড়িকা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধারকারী ট্রেন কুলাউড়া থেকে গিয়ে পাহাড়িকার দুটি বগি উদ্ধার করে।
- আরও পড়ুন: সিলেটে দুই ট্রেনের সংঘর্ষ
বগি উদ্ধারের পর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে সিলেট ছাড়ে পাহাড়িকা এক্সপ্রেস। নির্ধারিত সময়ের প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর সিলেট ছাড়ে ট্রেনটি। অন্যদিকে নির্ধারিত সময়ের প্রায় সাড়ে ৭ ঘণ্টা পর সিলেট ছেড়েছে জয়ন্তিকা এক্সপ্রেস।
সকাল সোয়া ১০টায় পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রাম ও বেলা সোয়া ১১টায় জয়ন্তিকা এক্সপ্রেস সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।
সিলেট রেলস্টেশন মাস্টার খলিলুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘কেন এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। পাহাড়িকায় ১৯২ জন ও জয়ন্তিকায় প্রায় ২৫০ জন টিকেট কেটেছিলেন। তাদের বেশিরভাগই সন্ধ্যায় ট্রেনে ঢাকা গেলেন।’