লক্ষ্মীপুরের রায়পুরে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
মৃতেরা হলো, দুই বছর বয়সী তাহসিন ও দেড় বছরের মো. আবদুল্লাহ। তারা দুই জন খালাত ভাই।
মৃত তাহসিন উপজেলার চর আবাবিলের গাইয়ারচর গ্রামের কৃষক কামাল হোসেনের ছেলে। মৃত আবদুল্লাহ একই উপজেলার সোনাপুরের রাখালিয়া গ্রামের দিনমজুর মো. সেলিমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহিদ উল্যার বাড়ির কাদের মোল্লার দুই মেয়ে বুধবার বাবার বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার বিকেলে শিশু তাহসিন ও আবদুল্লাহ নানা বাড়ির পাশে বল নিয়ে খেলা করছিল। অসাবধানতাবশত তারা পাশের ডোবার পানিতে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের মরদেহ পানিতে ভাসতে দেখে বাড়ির লোকজন।
রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুদের মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।