লক্ষ্মীপুর সদরে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন সিএনজি অটোরিকশার চালক।
শুক্রবার বিকেলে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, মোটরসাইকেল চালক লক্ষ্মীপুর সদরে পার্বতীনগর ইউনিয়নের সজল মজুমদার (২৫) ও আরোহী লক্ষণ চন্দ্র মজুমদার।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, লক্ষ্মীপুর শহর থেকে মোটরসাইকেলে বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজারের দিকে যাচ্ছিলেন সজল ও লক্ষণ। বিরাহিমপুরে সেতুর ওপর সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
তিনি জানান, গুরুতর আহত দুজনকে স্থানীয় লোকজন হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সিএনজি অটোরিকশা চালককে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।