র্যাব জানিয়েছে, কক্সবাজারের টেকনাফ থেকে মাদক এনে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন জহির। তার বিরুদ্ধে র্কণফুলী থানায় মামলা হয়েছে।
চট্টগ্রামের র্কণফুলী উপজেলায় ১৯ হাজার ৭০০ পিস ইয়াবাসহ মো. জহির নামের এক রোহিঙ্গা যুবক গ্রেফতার হয়েছে।
র্যাব জানিয়েছে, বৃহস্পতিবার তার নয়টার দিকে উপজেলার শিকলবাহা ক্রসিংমোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচলক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন নিউজবাংলাকে জানান, জহির পরিচয় গোপন করে চট্টগ্রামের সাতকানিয়া ছদাহা এলাকার এক বাংলাদেশি নারীকে বিয়ে করে শ্বশুড় বাড়িতে বসবাস করছিলেন। তিনি একজন মাদক কারবারী।
কক্সবাজারের টেকনাফ থেকে মাদক এনে নগরীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন জহির। তার বিরুদ্ধে র্কণফুলী থানায় মামলা হয়েছে।
জহিরকে থানায় হস্তান্তর করা হয়ছে বলেও জানান র্যাব কর্মকর্তা মামুন।