ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে রায়হান রোমান নামে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।
শুক্রবার সকালে অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন চুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ারের পরিচালক মোহাম্মদ মশিয়ুল হক।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘সাময়িক বহিষ্কারের পাশাপাশি তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিসও দেয়া হয়েছে। ১৫ কর্মদিবসের মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছে তাকে।’
মশিয়ুল হক জানান, গত ২৫ অক্টোবর ধর্ম নিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন রায়হান রোমান। এরপর তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে বিরুদ্ধে ব্যবস্থা নিতে চুয়েটের সাবেক ও বর্তমান কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেন।
তাদের ওই আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় তাকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।