বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফরাসি দূতাবাস বন্ধের দাবি, ঘেরাওয়ের ডাক

  •    
  • ৩০ অক্টোবর, ২০২০ ১৮:০৬

‘ফ্রান্সের পণ্য বর্জন করতে হবে। বাংলাদেশে ফ্রান্সের দূতাবাস বন্ধ করতে হবে। আমাদের দাবি পূরণ না হলে আগামী সোমবার বেলা ১১টায় বায়তুল মোকাররম থেকে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করা হবে।’

মহানবী হযরত মুহাম্মদ (সা.)- এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আগামী সোমবার ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের ডাক দিয়েছে কয়েকটি ইসলামী দল। দাবি তোলা হয়েছে দূতাবাস বন্ধের।

রাজধানীতে বিক্ষোভ শেষে ফ্রান্সের প্রেসিডেন্টের ইমানুয়েল মাঁখোর কুশপুতুলও পোড়ানো হয়েছে।

সমমনা ইসলামী দলসমূহের ব্যানারে শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ পূর্ব সমাবেশে এই ঘোষণা দেন জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের মহাসচিব ও হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার আমির নূর হুসাইন কাসেমী।

ইসলামী দলগুলোর ফ্রান্সবিরোধী বিক্ষোভে নিরাপত্তা জোরদার করে পুলিশ। ছবি: সাইফুল ইসলাম

 

 সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ফ্রান্সের পণ্য বর্জন করতে হবে। বাংলাদেশে ফ্রান্সের দূতাবাস বন্ধ করতে হবে। আমাদের দাবি পূরণ না হলে আগামী সোমবার বেলা ১১টায় বায়তুল মোকাররম থেকে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করা হবে।’

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে বের হওয়া ফ্রান্সবিরোধী বিক্ষোভে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর কুশপুতুল 

 

তিনি বলেন, ‘ব্যঙ্গচিত্র প্রদর্শন করে ফ্রান্স পৃথিবীর দুইশ কোটি মুসলমানের মনে আঘাত দিয়েছে। অনতিবিলম্বে মুসলমানদের কাছে ফ্রান্সের প্রেসিডেন্টের ক্ষমা চাইতে হবে।’

খেলাফত যুব মজলিসের সভাপতি মামুনুল হক সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি করেন। তিনি বলেন, ‘বিশ্বের মুসলিম নেতৃবৃন্দ ফ্রান্সের অসভ্যতার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ফ্রান্সের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান স্পষ্ট বক্তব্য রেখেছেন। আমরা প্রশ্ন করতে চাই, ৯০ ভাগ মুসলমান দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কী ?’

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে বের হওয়া ফ্রান্সবিরোধী বিক্ষোভে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর কুশপুতুল পোড়ানো হয়

 

গত ১৬ অক্টোবর প্যারিসের উপকণ্ঠে দেশটির এক স্কুল শিক্ষকের শিরশ্ছেদ করেন ১৮ বছর বয়সী কিশোর। ওই শিক্ষক মত প্রকাশের স্বাধীনতার ক্লাসে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন দেখিয়েছিলেন। এ কারণে তাকে হত্যা করা হয়।

পরে ফ্রান্সের সরকার ওই স্কুল শিক্ষককে দেশটির সর্বোচ্চ মরণোত্তর পদকে ভূষিত করে। বিভিন্ন ভবনের গায়ে সেই কার্টুন প্রদর্শনও শুরু করে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই কার্টুন প্রদর্শনের ব্যবস্থার নির্দেশ দেন।

ইসলামী দলগুলো মিছিল নিয়ে ফরাসি দূতাবাসে যেতে চাইলে পুলিশ তাদেরকে বিজয়নগর মোড়ে আটকে দেয়

 

এই নির্দেশের প্রতিক্রিয়ায় বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমরা বিক্ষোভ করছেন।

শুক্রবার বায়তুল মোকাররম ছাড়াও রাজধানীর প্রায় প্রতিটি মসজিদ থেকেই বের হয় মিছিল। বায়তুল মোকাররম থেকে বের হওয়া মিছিল ফরাসি দূতাবাসের দিকে যেতে চাইলেও বিজয়নগর মোড়ে তাদের আটকে দেয় পুলিশ।

এ বিভাগের আরো খবর