ঢাকার সাভারে বাসের চাপায় লাবু মিয়া নামের এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার আলমনগর হাউজিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নির্মাণশ্রমিক লাবু মিয়া পটুয়াখালী জেলার বাউফল থানার কেশবপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে। তিনি সাভারের হেমায়েতপুর এলাকায় ভাড়া থাকতেন।
হাইওয়ে পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার রাতে আলমনগর হাউজিংয়ের রাস্তা পার হচ্ছিলেন লাবু। ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা আরিচাগামী সি লাইন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।
গুরুতর অবস্থায় লাবুকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসটি জব্দ করে পুলিশ।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, নিহতের মরদেহ রাতেই তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। এ বিষয়ে মামলা করা হবে।
ওসি আরও জানান, বাসচালক ও সহকারী পলাতক।